এক নজরে গোপীনাথপুর ইউনিয়ন
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ ,আক্কেলপুর ,জয়পুরহাট।
জয়পুরহাট জেলার মধ্যে আক্কেলপুর উপজেলাধীন ৩নং গোপীনাথপুর ইউনিয়ন একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে পরিচিত। এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের এতিহাসিক জিও মন্দিরের অবস্থান। প্রাকৃতিক পরিবেশের সাথে গড়ে ওঠা পলিতে এ ইউনিয়নের কৃষকেরা কৃষি খাতে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও পাশ্ববর্তী এলাকার সাথে ব্যবসা-বানিজ্যে মৈত্রী সম্পর্ক বজায় রেখে থাকে।
ক)নাম-৩নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন-৬৬০২,৩১ একর।
গ)লোকসংখ্যা-২৮৫২০ জন।
ঘ)ভোটার সংখ্যা-পুরুষ=৭৭০২,মহিলা=৮১৮৬,মোট=১৫৮৮৮ জন।
ঙ)গ্রামেরসংখ্যা-২৮টি।
চ)মৌজারসংখ্যা-২৪টি।
ছ)হাট/বাজার সংখ্যা-২টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-বাস/অটরিক্সা/লছিমন।
জ)শিক্ষার হার ৮৫% (২০০১ সালের এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১।সরকারী প্রাথমিক বিদ্যালয়-১১ টি,
২।বে-সরকারী রেজী:প্রা:বিদ্যালয়-১টি,
৩।উচ্চ বিদ্যালয়:-২ টি।
৪।মাদ্রাসা-২ টি।
৫।কলেজ-১ টি।
৬।কেজী স্কুল-৪ টি।
৭।এন জি ও স্কুল- টি।
ঝ)দায়িত্বরত চেয়ারম্যান-জনাব মো: আবু ছাইদ জোয়ার্দ্দার
ঞ)গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-১ টি।
ট)ঐতিহাসিক পর্যটন স্থান –গোপীনাথপুর জিও মন্দির।
ঠ)ইউপি ভবন স্থাপন কাল-০৮/০২/২০০২ ইং।
ড)কর্তব্যরত পরিষদের বিবরণ-
১।চেয়ারম্যানের শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং
২।সদস্য শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং
৩।প্রথম সভার তারিখ-১৭/০৮/২০১১ ইং
৪।মেয়াদ উর্ত্তীনের তারিখ-
ঢ)গ্রাম সমহের নাম-
১।আবাদপুর,২।ভানুরকান্দা,৩।ভিকনী,৪।সুসৃষ্টি,৫।পূর্নগোপীনাথপুর,৬।আলীমামুদপুর,৭।গন্ডিমসাড়া,৮।আলাদীপুর,৯।খয়েরকুড়ি,১০।হোসেননগর,১১।গোপীনাথপুর,১২।বারইল,১৩।চাপাগাছী,১৪।হরিসাড়া,১৫।দুলালী, ১৬।রত্নাহার,১৭।বেলঘরিয়া,১৮।লোচনপাড়া,১৯।হরিপুর,২০।তেমারিয়া,
২১।কাশিড়া,২২।মহিতুড়,২৩।যোগীভিটা,২৪।দিয়ল,২৫।ঢেকু
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস