Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোপীনাথপুর ইউনিয়ন

এক নজরে গোপীনাথপুর ইউনিয়ন

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ ,আক্কেলপুর ,জয়পুরহাট।

জয়পুরহাট জেলার মধ্যে আক্কেলপুর উপজেলাধীন ৩নং গোপীনাথপুর ইউনিয়ন একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে পরিচিত। এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের এতিহাসিক জিও মন্দিরের অবস্থান। প্রাকৃতিক পরিবেশের সাথে গড়ে ওঠা পলিতে এ ইউনিয়নের কৃষকেরা কৃষি খাতে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও পাশ্ববর্তী এলাকার সাথে ব্যবসা-বানিজ্যে মৈত্রী সম্পর্ক বজায় রেখে থাকে।

ক)নাম-৩নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন-৬৬০২,৩১ একর।

গ)লোকসংখ্যা-২৮৫২০ জন।

ঘ)ভোটার সংখ্যা-পুরুষ=৭৭০২,মহিলা=৮১৮৬,মোট=১৫৮৮৮ জন।

ঙ)গ্রামেরসংখ্যা-২৮টি।

চ)মৌজারসংখ্যা-২৪টি।

ছ)হাট/বাজার সংখ্যা-২টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-বাস/অটরিক্সা/লছিমন।

জ)শিক্ষার হার ৮৫% (২০০১ সালের এর শিক্ষা জরীপ অনুযায়ী)

  ১।সরকারী প্রাথমিক বিদ্যালয়-১১ টি,

  ২।বে-সরকারী রেজী:প্রা:বিদ্যালয়-১টি,

৩।উচ্চ বিদ্যালয়:-২ টি।

৪।মাদ্রাসা-২ টি।

৫।কলেজ-১ টি।

৬।কেজী স্কুল-৪ টি।

৭।এন জি ও স্কুল- টি।

ঝ)দায়িত্বরত চেয়ারম্যান-জনাব মো: আবু ছাইদ জোয়ার্দ্দার

ঞ)গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-১ টি।

ট)ঐতিহাসিক পর্যটন স্থান গোপীনাথপুর জিও মন্দির।

ঠ)ইউপি ভবন স্থাপন কাল-০৮/০২/২০০২ ইং।

ড)কর্তব্যরত পরিষদের বিবরণ-

      ১।চেয়ারম্যানের শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং

           ২।সদস্য শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং

           ৩।প্রথম সভার তারিখ-১৭/০৮/২০১১ ইং

           ৪।মেয়াদ উর্ত্তীনের তারিখ-

ঢ)গ্রাম সমহের নাম-

১।আবাদপুর,২।ভানুরকান্দা,৩।ভিকনী,৪।সুসৃষ্টি,৫।পূর্নগোপীনাথপুর,৬।আলীমামুদপুর,৭।গন্ডিমসাড়া,৮।আলাদীপুর,৯।খয়েরকুড়ি,১০।হোসেননগর,১১।গোপীনাথপুর,১২।বারইল,১৩।চাপাগাছী,১৪।হরিসাড়া,১৫।দুলালী, ১৬।রত্নাহার,১৭।বেলঘরিয়া,১৮।লোচনপাড়া,১৯।হরিপুর,২০।তেমারিয়া,

২১।কাশিড়া,২২।মহিতুড়,২৩।যোগীভিটা,২৪।দিয়ল,২৫।ঢেকু